Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ববিতে ঢাবির ভর্তি পরীক্ষা: উপস্থিতি ৯৪.৫৩ শতাংশ

প্রকাশিত: ৭ মে ২০২৩, ০১:১৭

ববিতে ঢাবির ভর্তি পরীক্ষা

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬মে) বেলা ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ নেন ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

ববি কেন্দ্রে 'খ' ইউনিটের কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২ হাজার ৮৭৭। পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ হাজার ৭১৭জন, উপস্থিতির হার ৯৪.৫৩ শতাংশ।

সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হয়। সকাল ১০টায় পরিক্ষার্থীদের দু'স্তরে চেক করে কেন্দ্রে প্রবেশ করানো হয়।

কেন্দ্র পরিদর্শন করে ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, " ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় আমাদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকলের সহযোগিতায় সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীতেও এমন সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামী ১২ মে ‘ক’ বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ‘গ’ ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা, ০৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ