Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি’র ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৯ মে

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১৭:৪৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পর্বের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে ৯ মে এবং চলবে ২৪ জুন পর্যন্ত। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা ক্যাম্পাসলাইভকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,‘আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ জুন থেকে থেকে ২৪ জুন ঠিক করা হয়েছে।’

এছাড়াও সংশ্লিষ্ট সূত্রমতে, গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে। তবে ৫টি ইউনিটের স্থলে ৭টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।


ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআর //এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ