Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
জানি না স্বপ্ন পূরণ হবে কি-না, তবে স্বপ্ন তো দেখতেই পারি...

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন বেলায়েত শেখ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার ২০২২, ০৪:৩৭

বেলায়েত শেখ

লাইভ প্রতিবেদক: দেশের চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। কিন্তু এখনো পর্যন্ত ধরা দেয়নি সফলতা। তবে এতে তিনি থেমে যাননি এবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন বেলায়েত শেখ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নিতে এরই মধ্যে রাজশাহীতে এসেছেন বেলায়েত শেখ। এখানে কৃতকার্য হলে গণযোগাযোগ ও সাংবাদিকা বিভাগে পড়তে চান তিনি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হতে পারেননি তিনি।

এদিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহীতে এসেছেন বেলায়েত শেখ। তবে এবার প্রস্তুতি মোটামুটি আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তিনি। বেলায়েত বলেন, ‘আমি সর্বাত্মক চেষ্টা করেছি কিন্তু কোথাও কৃতকার্য হতে পারেনি। ঢাবি, রাবি, জাবি ও চবিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম কোনোটিতেই ভর্তি হওয়ার সুযোগ হয়নি। এখন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শেষ ভর্তি পরীক্ষা দিতে এসেছি। সেখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেলে আলহামদুলিল্লাহ। আর যদি সেখানেও চান্স না হয় তাহলে বাংলাদেশের অন্য কোনো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো।’

তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করে যাচ্ছি, করে যাবো। আমি জানি না স্বপ্ন পূরণ হবে কি-না। তবে স্বপ্ন তো দেখতেই পারি।’

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ