Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘গ’ ইউনিটের ফল আজ

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২২, ২১:৪৩

ভর্তি পরীক্ষা

লাইভ প্রতিবেদক: গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গ’ ইউনিটের ফলাফল প্রস্তুত রয়েছে। ফল প্রকাশসহ আরও সংশিষ্ট বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১টায় একটি সভা আহ্বান করা হয়েছে। এ সভায় গুচ্ছুভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিতি থাকবেন। সভা শেষ ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। এই ইউনিটে ৪২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। প্রায় তিন হাজার ৭০টি আসন রয়েছে এই ইউনিটে। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১৩ জন ভর্তিচ্ছু।

ঢাকা, ২৩ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ