Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ০৫:১৫

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকাল ৩টায় আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আজ থেকে শুরু হয়ে আগামী ১০ মে রাত ১২টা পর্যন্ত চলবে। এবারের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা দেশের আটটি বিভাগীয় শহরের যে কোনো একটি পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে পারবেন। ১৬ মে থেকে পরীক্ষা শুরুর ১ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

তবে এবারের শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় এক হাজার ৪০ জন শিক্ষার্থী কম ভর্তি হবেন। এবার মোট ছয় হাজার ৩৫টি আসনে ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় আবেদনযোগ্য প্রার্থী ২২ লাখ ৬৮ হাজান ৬৮১ জন। আবেদনযোগ্য প্রার্থীরা দুই বা ততধিক ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। সে অনুযায়ী এ পরিসংখ্যান করা হয়েছে।

ঢাকা, ২০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ