Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বুয়েটে ইঞ্জিনিয়ারিংয়ে সেরা ৩০ এর ১৩জনই নটরডেম ছাত্র

প্রকাশিত: ২২ অক্টোবার ২০১৮, ১৫:৩২

লাইভ প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে সেরা ৩০ মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১৩জনই নডরডেম কলেজের ছাত্র। এছাড়া গভ চট্টগ্রাম কলেজের ৩জন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২জন, রাজউক উত্তরা মডেল কলেজের ২ জন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ২জন, ভিকারুন্নিসা নূন কলেজের ১ জন ছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছেন।

প্রথম হয়েছেন নটরডেম কলেজের জিহাদী, দ্বিতীয় হয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ওসামা, তৃতীয় হয়েছেন চট্টগ্রাম কলেজের রাবিব, চতুর্থ হয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের হিশাম, পঞ্চম হয়েছেন নটরডেম কলেজের জোবায়ের ষষ্ঠ হয়েছেন নটরডেম কলেজের তানযীম, সপ্তম হয়েছেন নিউ গভ. ডিগ্রি কলেজের ফাহমিন, অষ্টম হয়েছেন নটরডেম কলেজের কাভী, নবম হয়েছেন নটরডেম কলেজের রাফি, দশম হয়েছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের অনিক, ১১তম হয়েছেন নটরডেম কলেজের জারজীস, ১২তম হয়েছেন নটরডেম কলেজের সোমেন, ১৩তম হয়েছেন চট্টগ্রাম কলেজের ওয়াসিকা, ১৪তম হয়েছেন নটরডেম কলেজের শোয়াইব, ১৫তম হয়েছেন রাজউ উত্তরা মডেল কলেজের রাকিব, ১৬তম হয়েছেন নটরডেম কলেজের রিফাত, ১৭তম হয়েছেন গভ. এমএম সিটি কলেজের রাকিন, ১৮তম হয়েছেন চট্টগ্রাম কলেজের রিয়া, ১৯তম হয়েছেন গভ. এমএম সিটি কলেজের তনুশ্রী, ২০তম হয়েছেন ভোলা সরকারি কলেজের খায়রুল, ২১তম হয়েছেন ভিকারুন্নিসা নূন কলেজের পুষ্পিতা, ২২তম হয়েছেন নটরডেম কলেজের রুমি, ২৩তম হয়েছেন নটরডেম কলেজের শাফী, ২৪তম হয়েছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের রুহান, ২৫তম হয়েছেন সরকারি এমএম কলেজের রওনক, ২৬তম হয়েছেন ঢাকা কলেজের রাতুল, ২৭তম হয়েছেন নটরডেম কলেজের শচীন, ২৮তম হয়েছেন চট্টগ্রাম ক্যান্ট পাবলিক কলেজের সামি, ২৯তম হয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের হিয়া এবং ৩০তম হয়েছেন নটরডেম কলেজের তামিম।

ঢাকা, ২২ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ