Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাংলাবিদ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করলো রাইসা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বার ২০১৭, ০০:৩১

লাইভ প্রতিবেদক: বাংলা ভাষা বিষয়ক মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০১৭’ এ তৃতীয় স্থান অর্জন করেছে রাইসা সালসাবিল।

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফার বড় মেয়ে রাইসা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। দেশের ৩৫ হাজার প্রতিযোগির অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তৃতীয় হয়ে ২ লাখ টাকার মেধাবৃত্তি পেয়েছে রাইসা সালসাবিল।

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতার ‘মহোৎসব’ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে টিকে থাকা সর্বশেষ ৬ জনকে নিয়ে এ মহোৎসবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, প্রতিযোগিতার বিচারক ড. সৌমিত্র শেখর, সুবর্ণা মুস্তাফা প্রমুখ।

এদিকে, রাইসা সালসাবিলের কৃতিত্বে গর্বিত বাবা ড. তাহের বিল্লাল খলিফা বলেন, ‘সিলেট অঞ্চল থেকে সেরা হয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিল রাইসা। সেখানে ধাপে ধাপে সফলতা পেয়ে প্রতিযোগিতার মহোৎসব তথা ফাইনাল পর্বে তৃতীয় হয়েছে সে।’

প্রসঙ্গত, বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, বানান ও ব্যাকরণের সঠিক ব্যবহার ছড়িয়ে দিতে ‘বাংলায় জাগো ভরপুর’ প্রতিপাদ্য নিয়ে ইস্পাহানি মির্জাপুর ও চ্যানেল আই যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছিল।

 

ঢাকা, ১৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ