Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

টিআইবি’র বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ০৫:৪৪

 

লাইভ প্রতিবেদক:  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র উদ্যোগে দুই দিনব্যাপি দক্ষিণ এশীয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে। 

‘অভিযোজন অর্থায়নের কার্যকর আহরণ ও ব্যবহার নিশ্চিতে প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শুদ্ধাচার’ বিষয়ক এই বিতর্ক প্রতিযোগিতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

এতে রানার-আপ হয়েছে শ্রীলঙ্কার বিতার্কিক দল। শুক্রবার (২১ জুলাই) টিআইবি’র এক ইমেইল বার্তায় এ খবর জানানো হয়েছে। 

টিআইবি জানায়, ‘অভিযোজন অর্থায়নের কার্যকর আহরণ ও ব্যবহার নিশ্চিতে প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শুদ্ধাচার’ বিষয়ক দক্ষিণ এশীয় বিতর্ক প্রতিযোগিতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

রানার-আপ হয়েছে শ্রীলঙ্কার বিতার্কিক দল। বিতর্কের তিন রাউন্ড পেরিয়ে চূড়ান্ত পর্বে ওই দল দুটি চ্যাম্পিয়ন ও রানার-আপ হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিকের পুরষ্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের বিতার্কিক মোহাম্মদ ইবনে এনায়েত। গত ১৯ ও ২০ জুলাই চুড়ান্ত পর্বের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, গত ১৯ মে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে ১২টি দল অংশ নেয়। বিজয়ী চারটি দল দক্ষিণ এশীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। 

টিআইবি’র ক্লাইমেট ফিন্যান্স পলিসি ইন্টিগ্রিটি প্রোগ্রাম এর আওতায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, ভুটান ও বাংলাদেশের মোট আটটি দলের ১৬ জন বিতার্কিক এ প্রতিযোগিতায় অংশ নেন।

 

ঢাকা, ২১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ