Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিনা খরচে জাপানে ফেলোশিপের সুযোগ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ০২:৪৫

ছবি: সংগৃহীত

লাইভ প্রতিবেদক: জাপানের মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এমআইএফ) বিদেশি শিক্ষার্থীদের জন্য তিন থেকে ছয় মাস মেয়াদি ফুল ফ্রি এক্সচেঞ্জ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় চলতি বছরের ৩০ জুন।

ফেলোশিপের মেয়াদ তিন থেকে ছয় সপ্তাহ (২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত)। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ থেকে ১০ জনকে এই ফুল ফ্রি ফেলোশিপ দেওয়া হবে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন বিষয়ে গবেষণায় অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনকারীরা এই ফেলোশিপের আওতায় গবেষণার জন্য জাপানের বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটশন বা এ ধরনের বেসরকারি কোনো প্রতিষ্ঠান বাছাই করে নিতে পারবেন। শিক্ষার্থীদের সব খরচ মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বহন করবে।

সুযোগ-সুবিধা:

* মাসিক ভাতা হিসেবে ২ লাখ ২০ হাজার ইয়েন (প্রায় ২ লাখ টাকা) এবং আনুষঙ্গিক খরচ হিসেবে ১ লাখ ২০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ টাকা) দেওয়া হবে।
* জাপানে আসা-যাওয়ার বিমান খরচ দেওয়া হবে।
* শিক্ষা সফরের খরচ প্রদান করা হবে।
* চিকিৎসা ভাতাসহ স্বাস্থ্যবিমা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা:

* আবেদনকারীকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।
* বয়স ৪৯ বছরের মধ্যে হতে হবে।
* জাপানের হোস্ট ইনস্টিটিউট থেকে অবশ্যই আমন্ত্রণপত্র পেতে হবে।
* ইংরেজি বা জাপানি ভাষায় সাবলীল হতে হবে।
* আবেদনকারীর দর্শনীয় স্থান ভ্রমণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আগে জাপানে থাকার অভিজ্ঞতা থাকা যাবে না।
* নিজ দেশে অবশ্যই আবেদনকারীকে কোনো একটি পেশায় যুক্ত থাকতে হবে।
* ফেলোশিপের মেয়াদ শেষে নিজ দেশে ফিরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

* নির্ধারিত আবেদন ফরম।
* গবেষণা পরিকল্পনাপত্র।
* কোনো একটি পাবলিকেশনের কপি।
* সিভি।
* রিকমেন্ডেশন লেটার।
* শিক্ষাগত যোগ্যতার সব সনদ।
* জাপানের হোস্ট ইনস্টিটিউটশন থেকে পাওয়া আমন্ত্রণপত্র।

যেভাবে আবেদন করবেন:

আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে ইংরেজিতে টাইপ করে পূরণ করতে হবে। নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে ওই আবেদনপত্র, সিভি, প্রয়োজনীয় কাজগপত্রসহ মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এই ঠিকানায় (application@mif-japan.org) ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলের সাইজ অবশ্যই ১০ মেগাবাইটের বেশি হওয়া যাবে না।

ফেলোশিপের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

ঢাকা, ১৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ