Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইন্দিরা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন রাবি প্রফেসর

প্রকাশিত: ১ আগষ্ট ২০২২, ০২:১৬

অ্যাওয়ার্ড পেলেন রাবি প্রফেসর

রাবি লাইভ: ‘ইন্দিরা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি প্রফেসর ড. হীরা সোবাহান। বাংলাদেশের শিক্ষা ও চারুকলায় বিশেষ অবদানের জন্য তিনি এই অ্যাওআর্ড পেয়েছেন।

গত সোমবার (২৫ জুলাই) বিকেলে কলকাতার অচিমিন স্মরণী এলাকায় অবস্থিত সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ‘ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ উপলক্ষে আয়োজিত দুই বাংলার সম্প্রীতি উৎসবে এই পুরস্কার পান তিনি।

পুরস্কারপ্রাপ্তির বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ তথা মুক্তাগাছার কৃতিসন্তান, বিশিষ্ট প্রিন্টমেকার, চিত্রকর, গবেষক, লেখক, কবি, সংগঠক ও সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি প্রফেসর ড. হীরা সোবাহান ক্যাম্পাসলাইভকে বলেন, এই পুরস্কার পাওয়ায় আমি খুবই আনন্দিত। এ পুরস্কারপ্রাপ্তি চারুচর্চার প্রকৃত আলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং একই সাথে নিজের শিল্পচর্চার ক্ষেত্রকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরো পরিশীলিত করতে আমাকে প্রণোদনা যোগাবে।

ঢাকা, ৩১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওএফ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ