Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘পল্লীবন্ধু পদক’ পা‌চ্ছেন ডা. জাফরুল্লাহ, কলিম উল্ল্যাহসহ ৮ জন

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ১২:০৩

লাইভ প্রতিবেদক: এবার জাতীয় পা‌র্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপ‌তি হু‌সেইন মুহম্মদ এরশা‌দের স্মর‌ণে প্রব‌র্তিত ‘পল্লীবন্ধু পদক’ পা‌চ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রা‌স্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আট বি‌শিষ্ট ব্যক্তি। শুক্রবার দ‌লের বনানী কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে তা‌দের নাম ঘোষণা ক‌রেন জাপা চেয়ারম্যান জিএম কা‌দের। আগামী রোববার এরশা‌দের ৯৩তম জন্ম‌দি‌নে রাজধানীর পাঁচ তারকা হো‌টে‌লে আনুষ্ঠা‌নিকভা‌বে তা‌দের হা‌তে পদক তু‌লে দেওয়া হ‌বে।

পল্লীবন্ধু পদক ২০২১ এর জন্য ম‌নোনীতরা হ‌লেন- স্বা‌স্থ্যে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাহিত্যে কবি ফজল সাহাবুদ্দিন (মরণোত্তর), কৃষিতে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সঙ্গী‌তে এন্ড্রু কিশোর (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্ল্যাহ, গ্রামীণ উন্নয়‌নে কামরুল ইসলাম সিদ্দিক (মরণোত্তর) ও ক্রীড়ায় গোলাম সরোয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুল। পদকের সঙ্গে উত্তরীয়, ক্রেস্ট, সম্মাননা পত্র এবং এক লাখ টাকা সম্মানী দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ওই সংবাদ স‌ম্মেল‌নে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সাল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ঢাকা, ১৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিআইটি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ