Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সেরা দশ পদার্থবিজ্ঞানীর ৪ জন বুয়েট ও ৩ জন রাবির

প্রকাশিত: ৮ নভেম্বার ২০১৮, ০৭:২৭

লাইভ প্রতিবেদক : বাংলাদেশে পদার্থবিজ্ঞানে সেরা দশ শিক্ষক কারা এটা বের করা খুবই কষ্ঠসাধ্য বিষয়। এই প্রশ্নের জবাব বেশ ক্রিটিক্যাল। গবেষকদের র‍্যাংকিং করারও কোন সর্বসম্মত পন্থা নেই। তবে মোটামুটি গ্রহণযোগ্য Research Gate ও RG-Score-এর মাধ্যমে এক ধরণের রেটিং করা হয়ে থাকে গবেষকদে। যদিও ওই রেটিং নিয়ে প্রশ্ন আছে। তবুও এটি গ্রহণযোগ্য একটি পন্থা। এতে একটি রেডিমেইড স্কোর পাওয়া যায়। এই স্কোর থেকে মোটা দাগে হলেও একটা ধারণা পাওয়া যেতে পারে।

যদিও গবেষকদের সম্পর্কে ডাটা বেইসের জন্য একটি নির্ভরযোগ্য সূত্র হল Elsevier এর অঙ্গপ্রতিষ্ঠান SCOPUS। কিন্তু আমাদের দেশে প্রায় কারোরই এখানে অ্যাক্সেস নেই। ডাটা অ্যানালিসিসের ঝক্কিও অনেক।

যাই হোক, সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, RG-Score (ব্র্যাকেটে) অনুযায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত দেশের প্রথম দশজন পদার্থবিদ হলেন-

১. প্রফেসর আ আ মামুন (৪৪ দশমিক ৯৭); জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২. প্রফেসর সালেহ হাসান নকীব (৩৭ দশমিক ৬১), রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩. প্রফেসর এমিরেটাস অরুন কুমার বসাক (৩৬ দশমিক ৬১), রাজশাহী বিশ্ববিদ্যালয়
৪. প্রফেসর একেএম আখতার হুসাইন (৩৫ দশমিক ১৯), বুয়েট
৫. প্রফেসর একেএম আজহারুল ইসলাম (৩৫ দশমিক ১৭), রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬. প্রফেসর এম ইদ্রিস মিয়া (৩৪ দশমিক ৫১), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৭. প্রফেসর জীবন পোদ্দার (৩১ দশমিক ১২), বুয়েট
৮. প্রফেসর ফরহাদ মিনা (৩০ দশমিক ০৯), বুয়েট
৯. প্রফেসর একেএম মইনুল হক মিয়াজ (২৯ দশমিক ৯৮), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১০. প্রফেসর আবু হাসান ভূঁইয়া (২৯ দশমিক ৯৩), বুয়েট

এছাড়া তরুণ গবেষকদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের ড. শারমিন সুলতানার স্কোর ২৯ দশমিক ১৬, বুয়েটের প্রফেসর মোহাম্মদ আব্দুল বাসিতের স্কোর ২৮ দশমিক ০৬ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. মাহদি রহমান চৌধুরীর স্কোর ২৭ দশমিক ০৭।

এই গবেষকদের জন্য রইলো শুভকামনা।

ঢাকা, ০৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ