
বগুড়া লাইভ: বগুড়ার সদর উপজেলার ঝোপগাড়ী এলাকায় বাসচাপায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার (২৪ মে) সকাল ১০টার দিকে ওই এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ধুনট উপজেলার মিজান সরকারের ছেলে হাফিজুর রহমান (৫৫)। তিনি শহরের উপশহরে ভাড়া বাসায় থাকতেন এবং দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, হাফিজুর বুধবার সকালে বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হন। পরে ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত তিনি।
উপশহর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আফজাল হোসেন জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাস জব্দ করা গেলেও কাউকে আটক করা যায়নি।
ঢাকা, ২৪ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ
আপনার মূল্যবান মতামত দিন: