Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চলন্ত মেট্রোরেলে ঢিল মেরে বাড়িছাড়া দুর্বৃত্তরা

প্রকাশিত: ২ মে ২০২৩, ০১:৪৩

চলন্ত মেট্রোরেলে ঢিল

লাইভ প্রতিবেদক: মেট্রোরেলের জানালায় ঢিল ছোঁড়ার ঘটনা ঘটেছে। রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে। এতে মেট্রোরেলের কোনো যাত্রী আহত না হলেও, কোচটির পূর্বপাশের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

সোমবার (১ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা প্রায়ই ঘটছে। আমরা দুষ্কৃতকারীদের খুঁজছি, কিন্তু তারা সবাই বাড়িছাড়া। তাদের আমরা এমন শাস্তি দেব যেন ভবিষ্যতে এমন কাজ কেউ না করে।

এর আগে, রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের ছোড়া ঢিল কোচটির জানালায় আঘাত হানে। রাস্তার পূর্বপাশের একটি ভবন থেকে ঢিল ছোড়া হয়। এই ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে এখনও কাউকে শনাক্ত করা যায়নি।

ঢাকা, ০১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ