
ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাব এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
ঢাবি শিক্ষার্থী হাবিবুল্লাহ বলেন, সার্জেন্ট জহুরুল হক হলের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবের ভেতরে সেলুন ও দোকান আছে সেখানে আগুন লেগেছে জেনেছি। ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে।
ঢাকা, ২০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ
আপনার মূল্যবান মতামত দিন: