Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সড়ক দুর্ঘটনায় মেডিকেল ও ড্যাফোডিল ভার্সিটির ছাত্র নিহত

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ০১:১৭

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনা

লাইভ প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মেডিকেলের এক শিক্ষার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও খুলনার খালিশপুরের আবদুর রহিম মাসুম (২০) এবং তার বন্ধু আতিকুল ইসলাম শাহাবুদ্দিন মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র (২১)।

সড়ক দুর্ঘটনা বিষয়ে কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার মণ্ডল জানান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আবদুর রহিম মাসুদ (২০) ও তার বন্ধু শাহাবুদ্দিন মেডিকেল কলেজের ছাত্র আতিকুল ইসলাম (২১) ঢাকা থেকে মোটরসাইকেলযোগে খুলনায় ফিরছিলেন। পথে সকাল সাড়ে ৯টায় ঢাকামুখী একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের গাছে সজোড়ে ধাক্কা খায়।

এসময় তিনি আরো বলেন, এতে মোটরসাইকেল আরোহী আবদুর রহিম মাসুম ঘটনাস্থলেই মারা যান ও তার বন্ধু আতিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঢাকা, ২৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ