যে ২৭ স্পট দেখা হয়নি চোখ মেলে (ভিডিও)
Published: 2017-01-06 20:55:03 BdST, Updated: 2019-12-16 08:19:22 BdST

লাইভ প্রতিবেদক: ঘুরে বেড়ানো। কে না চায়। একটু ফুসরত পেলেই চলে। কোথায়, কখন, কিভাবে চলে যায় কেউ টের পায় না। কিন্তু অনেকের ভাগ্যে এসব জুটে না। সময় আর ধরা দেয় না। আজ-নয় কাল, কাল নয় পরশু কিন্তু তবুও হয়না। জেনে রাখা ভাল ফেলে আসা দিন সবসময় মধুর হয়।
আজ যে দিনটা সাদাসিধা মনে হচ্ছে ক'দিন পর হয়তো সেই দিনটাকে পেছন ফিরে দেখলে মনে হবে, বাহ সুন্দর ছিল তো সেদিনটা! এত মজা হয়েছিল! সেই পেছন যদি অনেক দিনের দূরের হয় তাহলে তো সেটা থাকে নস্টালজিকতায় মোড়ানো, স্মৃতিজড়ানো। শৈশব কৈশোরের স্মৃতিজড়ানো জায়গাগুলোতে গেলে সেরকমই একটা ঘোর লাগা নস্টালজিকতা পেয়ে বসে। ঐ দিককার পথঘাট, গাছপালার কথা শুনলেও মন নেচে ওঠে।
আজ আমরা ভিন্ন একটি বিষয়ের অবতারনা করছি। অনেকেই হয়তো জানেন কিন্তু কবির ভাষায়, 'দেখা হয়না চক্কু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু'
আসুন আমরা এক নজরে দেখে নেই প্রাণ প্রিয় জন্মভূমি বাংলাদেশের ২৭টি পর্যটন এলাকার বিভিন্ন দৃশ্য...
ঢাকা, ০৬ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম