গণবিতে ফার্মেসি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
Published: 2017-12-29 20:38:21 BdST, Updated: 2018-04-25 04:48:11 BdST

গণবি লাইভ: গণ বিশ্ববিদ্যালয়ে 'ফার্মেসি ক্রিকেট টুর্নামেন্ট' (পিসিটি) শুরু হয়েছে। এই ক্রিকেট টুর্নামেন্টে প্রথম পর্বের খেলায় বিশাল জয় পেল সেলোস্ফোরিন ২৯ দল। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সেলোস্ফোরিন ২৯।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৮ উইকেটে ৭৬ রান সংগ্রহ করে অপ্টিমিস্টিক ২৭। পরে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ১ উইকেট শেষে ৭৭ রান সংগ্রহ করে ৯ উইকেটের বিশাল জয় পায় সেফোলোস্ফোরিন ২৯। এ খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন সেফোলোস্ফোরিন ২৯ এর জাহিদ হাসান।
বিশাল জয়ের প্রতিক্রিয়া ব্যাক্ত করে সেফোলোস্ফোরিন ২৯ এর অধিনায়ক খালেদ হাসান রিয়াদ বলেন, "আমরা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম, যেভাবে আমরা খেলছি তা ধরে রাখতে পারলে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব।
উল্লেখ্য, বৃহস্পতিবার ফার্মেসি ক্রিকেট টুর্নামেন্ট (পিসিটি) এর পর্দা উঠে গণ বিশ্ববিদ্যালয়ে। এতে ৮ টি দল অংশগ্রহণ করেছে।
ঢাকা, ২৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই