প্রত্যাশা, সেলিম ভূঁইয়া
Published: 2019-05-15 18:22:59 BdST, Updated: 2019-12-08 12:02:53 BdST

প্রত্যাশা
সেলিম ভূঁইয়া
-----------------
দেশ আমার দেশ
পেতে চাই ফিরে আমি,
অতীত সবুজের সমারোহ
তুমি কি দিবে স্রষ্টা?
দেশ আমার দেশ
আমি চাই বটের ছায়া
মাথা রাখতে চাই, মায়ের কোলে
পুরানো সেই দেশ,
ফিরে পাবো কি আমি?
দেশ আমার দেশ,
সন্ত্রাসহীন, জঞ্জালহীন
সবুজে ভরা সেই দেশ,
অন্তরে লালিত, স্বপ্নে পালিত
সেই দেশ, ফিরে পাবো কি আমি?
জন্ম হবে, সেই সন্তান
যে কিনা মুছে দিতে চায়
মায়ের চোখের জল
আমি ফিরে পেতে চাই, সে সকাল
যেখানে শীতের তীব্রতার ভয়ে,
মানুষ সব জড়ো হয়, আগুনের দ্বারে।
Salim Bhuiyan Jony
সেলিম ভূঁইয়া
IT Engineer
CAD Technical college
saitama ,Japan
ঢাকা, ১৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি