পাত্রপক্ষ পছন্দ না করায় প্রাণ দিলেন অনার্স শেষ বর্ষের ছাত্রী!
Published: 2019-04-21 01:32:17 BdST, Updated: 2021-01-16 20:09:30 BdST

কুড়িগ্রাম লাইভ: পাত্রপক্ষ পছন্দ না করায় এবার ভয়ংকর পথ বেছে নিয়েছেন অনার্স শেষ বর্ষের এক ছাত্রী। নিখোঁজের ৬ দিন পর ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বিয়ের জন্য পাত্রপক্ষ ওই ছাত্রীকে দেখতে আসার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুঁড়ি ইউনিয়নের উত্তর শালঝোড় গ্রামের হবিবর রহমানের মেয়ে শাপলা খাতুনকে গত ১৫ এপ্রিল সোমবার বরপক্ষ দেখতে আসে। এসময় তাকে পছন্দ না করায় সেদিন থেকে শাপলা নিখোজ ছিল।
শাপলা ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী ছিলেন। শনিবার সকালে মাছ ধরতে যাওয়া জেলেরা নিখোঁজ ওই ছাত্রীকে শালঝোড় গ্রামের ছোট ঘাটপাড় এলাকায় গাব গাছে গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা তার লাশ সনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ভুরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
ঢাকা, ২০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই