২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান
Published: 2021-02-22 14:44:55 BdST, Updated: 2021-03-06 01:16:27 BdST

লাইভ প্রতিবেদক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়ানো হয়েছে চলোমান ছুটি। এরইমধ্যে বেশ কিছু কারণে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়। যেখানে বারবার হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এমন পরিস্থিতিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জরুরী সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় মন্ত্রী জানান, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু হবে এবং হল খুলবে ১৭ মে। এর আগে সকল ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে।
এছাড়া শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর পরীক্ষা শুরু করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক দফা বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।
ঢাকা, ২২ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড