ঢাবির রোকেয়া হলে অনশনরত ২ ছাত্রী হাসপাতালে
Published: 2019-03-15 02:08:30 BdST, Updated: 2019-12-09 00:24:04 BdST

ঢাবি লাইভ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে আমরণ অনশনরত পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে তারা অনশন করছিলেন। অনশনে অসুস্থ রাফিয়া ও প্রমিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনার পর রোকেয়া হলের সামনে অনশনকারী ছাত্রী মৌসুমী বলেন, আমরা পাঁচজন অনশনকারীর মধ্যে দুজন অসুস্থ হওয়ায় আগামী ২৪ ঘন্টার জন্য অনশন স্থগিত করা হয়েছে। আমরা আল্টিমেটাম দিয়েছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রভোস্টকে পদত্যাগ করতে হবে। অবশ্যই নতুন প্রভোস্টের অধীন হল সংসদের নির্বাচন দিতে হবে। এর আগে বুধবার রাত ৯টার দিকে হলের প্রধান ফটকে এ পাঁচ শিক্ষার্থী অনশনে বসেন।
উল্লেখ্য, সব পদে ফের ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে রয়েছেন পরাজিত ৫ প্যানেলের প্রার্থীরা। তারা ইতিমধ্যে প্রশাসনকে নির্বাচনের দাবিতে আলটিমেটামও দিয়েছেন।
ঢাকা, ১৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস