জাককানইবিতে জঙ্গিবাদ প্রতিরোধে সেমিনার
Published: 2018-09-20 17:35:42 BdST, Updated: 2019-02-23 17:56:44 BdST

জাককানইবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে গাহি সাম্যের গান মঞ্চে বৃহস্পতিবার দুপুরে অসাম্প্রদায়িকতা শান্তি-সম্প্রীতি রক্ষা ও উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। নারী প্রগতি সংঘের সম্বনয়কারীসঞ্জয় মজুমদারের সভাপতিত্বেনিহার সরকার অঙ্কুর ও মৌ কর্মকারের যৌথ সঞ্চালনায়সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর বখতিয়ারআহমেদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতাশিল্পি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্তরেজিস্ট্রার হুমায়ুন কবীর, প্রক্টরউজ্জল কুমার প্রধান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া ষ্ট্রাডিজ বিভাগের বিভাগীয় প্রধান তুহিন আবন্ত, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ত্রিশালপ্রেসক্লাবের সভাপতি খোরশিদুলআলম মজিব, কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, বিশ্ববিদ্যালয় সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই।
ঢাকা, ২০ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই