এমআইইউ'তে বিবিএ নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Published: 2021-03-31 19:27:39 BdST, Updated: 2021-04-15 20:44:44 BdST
এমআইইউ লাইভ: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগে স্প্রিং ২০২১ সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক্সের ডিন প্রফেসর ড. এম. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া।
অন্যদের মাঝে ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রোকেয়া সুলতানা, মো. নরুল হুদা রাজিব, মো. মাহবুব আলম, ইসলামিক স্ট্যাডিজ বিভাগের কো’অর্ডিনেটর ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলম নবাগত ছাত্র-ছাত্রীদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
ঢাকা, ৩১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড