সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেত্রীর মৃত্যু
Published: 2019-12-11 03:46:28 BdST, Updated: 2021-01-19 02:46:03 BdST

লাইভ প্রতিবেদকঃ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন মৌলি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ফারমিন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
তার পরিবার সূত্রে জানা গেছে, তিনি বিকেলে ঢাকা থেকে বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নামেন। সেখানে ব্যক্তিগত কাজ শেষে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে নাজিপুরের উদ্দেশ্যে রওনা দেন।
পরে পথিমধ্যেই চিতলমারির কুইনা এলাকায় বিপরীত দিক ছুটে থেকে আসা একটি গাড়ি চাপায় গুরুতর আহত হন দুজ'ন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথেই মৌলির মৃত্যু হয়।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুনির জানান, তার মৃতদেহ নাজিরপুর নিয়ে আসা হয়েছে।
ঢাকা, ১০ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড