বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটি ছাত্র নিহত
Published: 2019-09-09 18:00:17 BdST, Updated: 2019-12-09 03:29:58 BdST

পাবনা লাইভ: সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্র নিহত হয়েছেন। দুই দিন হাসপাতালে চিকিৎসাধীণ পর না ফেরার দেশে চলে গেছেন তিনি। নিহত শান্ত হোসেন পাবনার চাটমোহর উপজেলার ধূলাউড়ি গ্রামের বাসিন্দা।
সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শান্ত ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র।
সরেজমিনে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়ি আসেন শান্ত। শনিবার সকালে তিনটি মোটর সাইকেলে পাঁচবন্ধু গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকায় চলনবিল দেখে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বাওনবাজার এলাকায় মোটর সাইকেল ও ব্যাটারি চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় শান্ত-আকাশসহ মোট ৭জন। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় শান্তকে রাজশাহী এবং আকাশকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঢাকা, ০৯ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই