আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
Published: 2021-03-02 19:07:14 BdST, Updated: 2021-04-15 19:36:42 BdST

লাইভ প্রতিবেদক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিরু উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান জানান, সোমবার রাত দেড়টার দিকে জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে মিরু এক বন্ধুকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। মিরু সিংগাইর পুরাণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ৮/১০ জন মিরুর ওপর হামলা করে।
তিনি অভিযোগ করে বলেন, পরিবহন শ্রমিকলীগ নেতা আজিমপুর এলাকার আঙ্গুর ও তার ভাই দুলালের নেতৃত্বে তারা হামলা চালিয়েছে। এসময় তারা মিরুকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে স্বজনরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা, ০২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড