ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির মানববন্ধন
Published: 2020-10-09 03:13:18 BdST, Updated: 2021-01-26 02:51:14 BdST
সাতক্ষীরা লাইভ: সারাদেশে অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে নিউ মার্কেটের সম্মুখ সড়ক অভিমুখে বিক্ষোভ মিছিল করে সাতক্ষীরার শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা নিউ মার্কেটের সম্মুখ সড়কে মানববন্ধন করেন।
প্রতিবাদী স্লোগান এবং বক্তব্যে শিক্ষার্থীরা ধর্ষক ও যৌন নিপীড়কদের দ্রুত বিচার এবং নারীদের নিরাপত্তার দাবি জানান
ঢাকা, ০৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআইটি