ইবিতে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা শনিবার
Published: 2019-08-23 16:26:39 BdST, Updated: 2019-12-08 11:23:02 BdST
ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হভে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও প্রগতিশীল সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের আয়োজনে শনিবার, ২৪ আগস্ট সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।
সভায় প্রধান আলোচক হিসেবে থাকবেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও ইবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্সিপাল শাহজাহান আলম সাজু। স্বাগত বক্তব্য রাখবেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির।
ঢাকা, ২৩ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই