করোনায় আক্রান্ত লুইস সুয়ারেজ
2020-11-17 12:05:42
স্পোর্টস ডেস্কঃ বিশ্বব্যাপী আগ্রাসী তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। ফুটবল জগতেও হানা দিয়েছে প্রাণঘাতি এই ভাইরাস। এবার প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন লুইস সুয়ারেজ। জাতীয় দল উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাওয়া এই তারকা ফরোয়ার্ডের সোমবার পরীক্ষা করানো হলে পজিটিভ আসে।
বুধবার (১৭ নভেম্বর) ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামা হচ্ছে না সুয়ারেজের। এ খবর জানিয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন।
সুয়ারেজ ছাড়াও উরুগুয়ে দলের সর্বশেষ টেস্টে করোনা ধরা পড়েছে মোট তিনজনের শরীরে। তারা হলেন রদ্রিগো মুনোজ এবং টিম অফিসিয়াল মাতিয়াস ফারাল। এ ছাড়া বাকিদের নমুনার ফল এসেছে নেগেটিভ।
করোনা পজিটিভ হওয়ায় ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে সুয়ারেজকে। এর ফলে ব্রাজিল, বার্সেলোনাসহ আরও বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না অ্যাতলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড সুয়ারেজ।
ঢাকা, ১৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড