বরিশালে ডাক্তার ও মেডিকেল স্টুডেন্ট করোনার আক্রমনের শিকার
2020-04-18 12:36:13
বরিশাল লাইভ: এবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক, একজন মেডিকেল স্টুডেন্ট অপরজন বরগুনা জেলার। চিকিৎসক আক্রান্ত হওয়ায় সাধারণ চিকিৎসকদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে অনেকেই সাহস নিয়ে এগিয়ে এসেছেন।
এদিকে হাসপাতালের পরিচালক মোহাম্মদ বাকির হোসেন সকলকে ঘরে অবস্থানের আহবান জানিয়েছেন। হাসপাতালের পরিচালক জানান, তিনজনের মধ্যে আক্রান্ত মেডিকেল স্টুডেন্ট কুমিল্লা থেকে বরিশাল এসেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আক্রান্ত চিকিৎসক বরিশাল গৌরনদী উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত। তৃতীয় ব্যক্তি বরগুনা উপজেলার। তিনি পরীক্ষার আগেই আজ সন্ধ্যায় মারা যান।
তার পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে জানা গেছে তার রিপোর্ট পজেটিভ না নেগিটিভ। শেবাচিম হাসপাতালের পরিচালক আরো জানান, এখন করোনা ইউনিটে ২৩ রোগী ভর্তি রয়েছে যার মধ্যে ৫ জনের রিপোর্ট পজেটিভ ।
তিনি বলেন আমরা সর্ব্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছি। সকলের নিরাপত্তার বিষয়টি রাখছি মাথায়।
ঢাকা, ১৮ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফই//এআইটি