প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সাইফুল, সম্পাদক ফরিদা
2018-12-19 00:59:42
লাইভ প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের ফরিদা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২১২ জনের মধ্যে ১০৬৭ সদস্য ভোট দেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার সংখ্যা ১ হাজার ২১২ জন।
ঢাকা, ১৮ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই