মেহেরপুরে বজ্রপাত ও প্রকৃতি রক্ষায় যুবকদের ব্যতিক্রম উদ্যোগ
Published: 2019-09-11 16:11:30 BdST, Updated: 2019-12-07 15:16:42 BdST
লাইভ প্রতিনিধি: প্রকৃতি রক্ষা, মাটির ক্ষয়রোধ, বজ্রপাত থেকে মানুষকে রক্ষার জন্য তালগাছ কার্যকর পন্থা হিসেবে মনে করা হয়।
বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার গহরপুর থেকে রঘুনাথপুর, বারাদি ও বলিয়ারপুর গ্রামের মাঠের রাস্তার দুপাশে সারি সারি তালগাছের আটি রোপন করেছে গ্রামের কিছু যুবক।
এটা কোনো সরকারি উদ্যোগ নয়। গহরপুর গ্রামের শওকত আলীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পড়ুয়া শরিফুল ইসলাম টগরের নিজ উদ্যোগে তালগাছের চারা রোপন করেন।
তিনি গ্রামের কিছু যুবক নিয়ে গ্রামের মাঠের রাস্তায় অন্তত কয়েক কিলোমিটার ধরে ২ হাজার তালের চারা গাছ রোপন করেছে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড