সঞ্জয় মলিকের মাতা বীনা মলিকের মৃত্যুতে টিভি জার্নালিস্টদের শোক
Published: 2019-06-14 22:19:59 BdST, Updated: 2019-12-16 05:25:05 BdST
লাইভ প্রতিবেদকঃ যমুনা টেলিভিশন চট্টগ্রাম অফিসের ভিডিওগ্রাফার সঞ্জয় মলিকের মা বীনা মলিক (৬০) শুক্রবার সকালে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ২পুত্র, ১মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৪ জুন ২০১৯ শুত্রুবার দুপুরে পারিবারিক ভাবে নগরীর বলুয়া দীঘি শশ্মাণে অন্তেষ্টিক্রিয়া সম্পন হয়।
বীনা মলিকের মৃত্যুতে টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন চিটাগাংয়ের প্রত্যেক সদস্য গভীরভাবে শোকাহত। সংগঠনের সভাপতি নাছির উদ্দিন তোতা এবং সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা গভীর শোক জ্ঞাপন করেছেন।
পাশাপাশি পরলোকগমনকারী বীনা মলিকের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন। এছাড়া শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেছেন।
বীনা মলিকের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়ায়। তিনি গোপাল মলিকের সহধর্মিণী ছিলেন।
ঢাকা, ১৪ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি