সভাপতিকে সালাম না দেওয়ায় বাকৃবি ছাত্রকে রাতভর নির্যাতন!
Published: 2019-08-05 23:54:00 BdST, Updated: 2021-01-26 23:57:19 BdST
লাইভ প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের সভাপতিকে সালাম না দেওয়ায় প্রথম বর্ষের ছাত্রকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে একই দলের কর্মীদের বিরুদ্ধে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জামাল হোসেন হলে ওই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মো. মাকসুদুল হক ইমু বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ছাত্র।
খোঁজ নিয়ে জানা যায়, শহীদ জামাল হোসেন হল ইউনিটের ছাত্রলীগের সহ-সভাপতি আব্দল্লাহ্ হিশ শাফি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন শাওন এবং পাঠাগার সম্পাদক মো. রাহাত হোসেন ওই ছাত্রকে নির্যাতন করেছে।
অভিযুক্তরা রাত ১টায় ওই শিক্ষার্থীকে হলের পূর্ব ফার্স্ট ব্লকের ৫নং কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে সভাপতিকে সালাম না দেওয়ার কারণ জানতে চেয়ে নির্যাতন শুরু করে। রাত ১ টা থেকে শুরু করে ভোর সাড়ে ৫টা পর্যন্ত কক্ষে আটকে রেখে খেলার স্ট্যাম্প দিয়ে মারধর করে। পরে ওই ছাত্রলীগ নেতারা মারধরের বিষয়টি গোপন রাখতে বলে।
এবিষয়ে জানতে চাইলে নির্যাতিত মো. মাকসুদুল হক ইমু বলেন, মারধোরের বিষয়টি বাহিরের কারোর সাথে শেয়ার করতে নিষেধ করা হয়েছে। যদি বিষয়টি জানাজানি হয় তবে জামায়াত-শিবির বলে হল থেকে বের করে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে।
অভিযুক্ত হলের সহ-সভাপতি আব্দুল্লাহ্ হিশ শাফি বলেন, এটা হলের একটি অভ্যন্তরীণ বিষয়, যার সাথে হল সভাপতি সরাসরি সম্পৃক্ত আছে। এজন্য তাদের সাথে আলোচনা না করে কিছু বলতে পারবো না। হল সভাপতি দীপক হালদার বলেন, আমার হলে এমন কিছু ঘটেছে বলে আমার জানা নাই।
শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী জানান, ওই শিক্ষার্থীর সাথে কথা বলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো। আর প্রশাসন এই ব্যাপারে ব্যবস্থা নিলে আমরা সহযোগিতা করবো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আজহারুর হক বলেন, এই বিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট হলের প্রভোষ্টের সাথে কথা বলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা, ০৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই