বাকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
Published: 2019-06-24 02:06:38 BdST, Updated: 2019-12-12 12:39:17 BdST
বাকৃবি লাইভঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উপলক্ষ্যে পরিবেশ বিজ্ঞান বিভাগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে।
দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ছিল, বায়ুদূষণ: আসুন বায়ুদূষণ রোধ করি।
বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান বিভাগ, বাকৃবি এর বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ বদিউজ্জামান খান। অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণকরেন।
উল্লেখ্য বিশ্ব পরিবেশ দিবস ছিল ৫ জুন কিন্তু সে সময় বিশ্ববিদ্যালয় ঈদের ছুটি উপলক্ষ্যে বন্ধ থাকায় আজ ২৩ জুন দিবসটি পালিত হয়েছে।
ঢাকা, ২৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড