‘মাদরাসায় উচ্চ শিক্ষার উন্নয়ন’ শীর্ষক আলোচনা
Published: 2019-09-16 19:41:29 BdST, Updated: 2019-12-07 15:04:41 BdST

লাইভ প্রতিবেদক: আগামী ১৮ সেপ্টেম্বর, ২০১৯খ্রি. বুধবার সকাল ০৯.০০ ঘটিকায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘মাদরাসায় উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী, জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব সফিউদ্দিন আহমদ, মহাপরিচালক, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও প্রফেসর কায়সার আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, মাননীয় উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে দেশের সকল ফাজিল (অনার্স) মাদরাসার অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত থাকবেন।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড