নিউইয়র্কের বই মেলায় ইবি শিক্ষকের কাব্যগ্রন্থ
Published: 2019-06-18 21:42:03 BdST, Updated: 2019-12-09 21:33:03 BdST

ইবি লাইভঃ নিউইয়র্কের বাংলা বই মেলায় স্থান পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক-প্রশাসন বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর মুন্সী মুর্তজা আলীর প্রথম কাব্যগ্রন্থ ‘মোহন জালের জলে’। গত ১৪ থেকে ১৭ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত বই মেলায় কাব্যগ্রন্থটি স্থান পায় ।
জানা যায়, নিউইয়র্কের জ্যাকসন হাইটস’র পি এস ৬৯ স্কুলের ৭৭ নং স্ট্রীট ও ৩৭ এভিনিউ কর্ণারে চারদিন ব্যাপী বাংলা বই মেলা ও বাংলাদেশ উৎসব অনুষ্ঠিত হয়। মেলায় বাংলাদেশের ‘অঙ্কুর প্রকাশনী’র স্টলে কাব্যগ্রন্থটি রাখা ছিল।
বইটির লেখক মুন্সী মুর্তজা আলী বলেন, ‘বিদেশের বই মেলায় নিজের লেখা কাব্যগ্রন্থ স্থান পাওয়ায় সত্যিই আনন্দের ব্যাপার। বাংলাদেশী ছাড়াও বিদেশী নাগরিকরাও বইটি ক্রয় করেছে। বিদেশের মাটিতে বাংলায় লেখা কাব্যগ্রন্থের এত সাড়া পাবে কখনও ভাবিনি।’
ঢাকা, ১৭ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরএইচ