ইবিতে নওগাঁ জেলা কল্যাণের বরণ-বিদায়
Published: 2018-09-18 18:13:16 BdST, Updated: 2019-02-18 21:22:39 BdST
ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নওগাঁ জেলা ছাত্রকল্যান সমিতি’র নবীন বরণ ও প্রবীন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন আনসারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: বখতিয়ার হাসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: আতিকুর রহমান ও ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র জেলা কল্যাণের সভাপতি তাসনিম-ই-তারিক আবীর। পরে মধ্যাহ্নভোজ শেষে সংগঠনের সদস্যদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই