ফোন চার্জে রেখে ঘুম, বিস্ফোরণে তরুণের মৃত্যু
Published: 2019-11-12 15:32:48 BdST, Updated: 2019-12-07 05:11:34 BdST

লাইভ ডেস্কঃ চার্জে লাগানো একটি মোবাইল ফোনে বিস্ফোরণের কারণে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। ভারতের ওড়িষ্যার জগতসিংপুর জেলায় সোমবার এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ বলছে, দূর্ঘটনায় নিহত ওই তরুণ তার মোবাইল ফোনটি চার্জে লাগিয়ে ঘুমাচ্ছিলেন। সেই সময় মোবাইলে বিস্ফোরণ ঘটায় তার মৃত্যু হয়।
নয়াগর জেলার রানপুর গ্রামের এক বাসিন্দা বলছেন, দূর্ঘটনায় নিহত ওই তরুণের নাম কুনা প্রধান। পারাদ্বীপ এলাকার জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করতেন ওই তরুণ। জগন্নাথ ট্রাক-মালিক সংস্থার অধীনে চলছে ওই নির্মাণকাজ।
সংস্থাটির প্রেসিডেন্ট চাইলা চন্দ্র জেনা বলেন, সোমবার ভোর ৫টার দিকে তিনি এই খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুত পুলিশকেও এই ঘটনা সম্পর্কে জানান। এই ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ঢাকা, ১২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড