রানের শীর্ষে দুর্দান্ত সাকিব
Published: 2019-06-17 22:48:34 BdST, Updated: 2019-12-09 22:18:39 BdST

সাকিব আল হাসান ব্যাট করছেন ১০০ রানে। এরই মধ্যে ছাড়িয়ে গেছেন এক নম্বরে থাকা অ্যারন ফিঞ্চকে। অস্ট্রেলিয়ার সবশেষ ম্যাচে ১৫৩ রানের ইনিংস খেলে ফিঞ্চের রান হয়েছিল ৩৪৩।
ক্যারিবীয়দের বিপক্ষে ৯৬ থেকে চার মেরে ১০০ রানে পৌঁছার পথে সাকিবের রান হয়ে যায় ৩৫৯, ছাড়িয়ে যান ফিঞ্চকে। ৩৪৩ রান করতে ফিঞ্চ ৫ ইনিংস খেললেও, মাত্র ৪ ইনিংসেই ৩৫৯ রান করে ফেলেছেন সাকিব।
বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা
১. সাকিব আল হাসান - ৪ ইনিংসে ৩৫৯
২. অ্যারন ফিঞ্চ - ৫ ইনিংসে ৩৪৩
৩. রোহিত শর্মা - ৩ ইনিংসে ৩১৯
৪. ডেভিড ওয়ার্নার - ৫ ইনিংসে ২৮১
৫. জো রুট - ৪ ইনিংসে ২৭৯
ঢাকা, ১৭ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরএইচ