মোক্তাদির মুতাসিমের অপেক্ষা!
Published: 2020-04-06 21:07:48 BdST, Updated: 2021-01-27 06:19:50 BdST

মোক্তাদির মুতাসিমঃ কবিতার নাম আমি অপেক্ষায়
আমি সেই ভোরের অপেক্ষায়,
যে ভোরে পৃথিবীর কোন আযানে ধ্বনিত হবে না,
"সাললু ফি বুয়্যুতিকুম,সাললু ফি রিহালিকুম"।
কোনো মায়ের জায়নামাজ ভিজবেনা ভয়ার্ত অশ্রুতে।
আমি সেই সকালের অপেক্ষায়,
যে সকালে শ্বাসরুদ্ধ করা মাস্কের কারাগার থেকে মুক্ত হবে পৃথিবী।
প্রিয় বন্ধুর আলিঙ্গনে থাকবেনা ভয়,কোন সংশয়।
আমি সেই দুপুরের অপেক্ষায়,
যে দুপুরে প্রতিটি ক্যাম্পাস থাকবে প্রাণবন্ত, জমবে আড্ডা-হাসি-গান।
অভুক্ত থাকবেনা কোন মানুষ,কুকুর,কিংবা ভিন্ন কোন প্রাণ।
আমি সেই বিকেলের অপেক্ষায়,
যে বিকেলে বৃদ্ধরা হাঁটবে,তাদের ফুসফুস ভরে যাবে নির্মল বাতাসে।
রংধনু দেখা দিবে দূর নীল আকাশে।
আমি সেই রাতের অপেক্ষায়,
যে রাতে হেসে উঠবে চাঁদ,ছড়াবে জ্যোৎস্না শোভিত স্নিগ্ধতা।
প্রতিটি নিঃশ্বাসে শেষ হবে সঙ্গনিরোধের নিসঙ্গতা।
আমি সেই পৃথিবীর অপেক্ষায়,
যে পৃথিবী হবে ধনী-দরিদ্রের,কেউ বাঁচবেনা হতাশায়।
শুনতে হবে না, "আমরা মরবোনা করোনায়,মরবো ক্ষুধায়"।
আমি অপেক্ষায়,শুধু অপেক্ষায়।
কবিঃ মোক্তাদির মুতাসিম (তরু)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী।
কবিতাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবাইকে উৎসর্গ করা হয়েছে।
ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আর্টার//টিআর