সোহান সরকারের ''বাচ্চা বিড়াল'' বই মেলায়
Published: 2019-02-12 03:11:41 BdST, Updated: 2021-01-25 13:26:50 BdST
-2019-02-11-22-11-35.jpg)
লাইভ প্রতিবেদকঃ সোহান সরকার। একটি নাম। একটি প্রতিভা। ইঞ্জিনিয়ার হয়েও লেখা লেখিতে পিছিয়ে নেই। তার ছোটগল্প, উপন্যাস ও কাব্যগ্রন্থ মিলিয়ে ছয়টি বই এখন বাজারে রয়েছে। লেখকের সপ্তম বইটিতে রয়েছে কিছুটা ভিন্নতা। এবারের বইটি একটি শিশুতোষ বই।
সোহান সরকারের জন্ম ২৯ অক্টোবর ১৯৯৫, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায়। লেখালেখি করে আসছেন দীর্ঘদিন ধরেই। লেখালেখির পাশাপাশি ভালবাসেন ছবি তুলতে। শিক্ষাজীবনে প্রকৌশল শেষ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে।
এবারের বইমেলায় তার নতুন বই ''বাচ্চা বিড়াল'' এ সাতটি গল্প রয়েছে আর গল্পগুলোর মধ্যে রয়েছে শিশুদের উপযোগী ছড়া। বইটি বাচ্চাদের তো বটেই বিড়ালপ্রেমী বড়দেরও পড়তে বা শিশুদের পড়াতে ভাল লাগবে।
বইটিতে যে সাতটি গল্প রয়েছেঃ
১. চিনি, মিনি, কিনির খেলা
২. চিনি, মিনি, কিনির মারামারি
৩. বৃষ্টির দিনে বাচ্চা বিড়াল
৪. চিনি, মিনি, কিনির খাওয়া
৫. রাত্রি বেলায় চিনি, মিনি, কিনি
৬. মাটির ঢিবিতে চিনি, মিনি, কিনি
৭. বিড়ালে ও বাচ্চা বিড়াল।
বইটি প্রকাশ করেছে ইন্তামিন প্রকাশন। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে ইন্তামিন প্রকাশনের স্টল ৩৬৫ তে।
ঢাকা, ১০ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস