জাবি প্রেসক্লাবের সভাপতি তানভীর, সম্পাদক খলিল
Published: 2021-01-24 21:43:54 BdST, Updated: 2021-02-25 08:37:04 BdST

জাবি লাইভঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২১-২২ এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বণিক বার্তার জাবি প্রতিনিধি হাসান তানভীর ও সাধারণ সম্পাদক পদে এনটিভি অনলাইনের জাবি প্রতিনিধি খলিলুর রহমান।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। করোনা পরিবেশের কারণে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করেন।
নব নির্বাচিত কমিটির সহ- সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমন মাহমুদ, যুগ্ম- সম্পাদক নূর-হাসান নাঈম, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক হাসিব সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাদ্দেকুর রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইজার শাওলিন, জাকির হোসেন, আরিফুল ইসলাম শাকিল ও শরিফুল ইসলাম রুমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো.আওলাদ হোসেন, সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. তাজউদ্দীন সিকদার ও উপদেষ্টা অধ্যাপক কে এম আককাছ আলী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৪ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড