ঢাবির গার্হস্থ অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা
Published: 2019-11-08 21:08:49 BdST, Updated: 2021-04-14 19:23:50 BdST

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ অর্থনীতি ইউনিটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গার্হস্থ অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান গার্হস্থ অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ, ট্রেজারার প্রফেসর ড. মো. কামাল উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ও গার্হস্থ অর্থনীতি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী প্রফেসর ড. মো. ইমদাদুল হক, গার্হস্থ অর্থনীতি কলেজের প্রিন্সিপাল সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গার্হস্থ অর্থনীতি ইউনিটে ২,৪৭৫টি আসনের জন্য মোট ভর্তিচ্ছু ছাত্রী ছিল ১০,১৫৬ জন।
ঢাকা, ০৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই