পার্কে ডেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর সব ছিনতাই, জবি ছাত্র বহিষ্কার!
Published: 2019-05-10 16:59:16 BdST, Updated: 2021-01-26 23:29:35 BdST

জবি লাইভ : পার্কে ডেকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর মূল্যবান জিনিসপত্রসহ সবকিছু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। এঘটনায় মিরাজুল ইসলাম মারু নামে ওই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে ওই ছাত্রকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেবিষয়েও চিঠি দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর দফতর থেকে জানানো হয়, জবির ওই ছাত্রী তার বন্ধুদের সাথে ঘুরতে আসলে তাদেরকে বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে ডেকে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১২তম ব্যাচের শিক্ষার্থী মিরাজুল ইসলাম ওরফে এমআই মারুফ অশোভন আচরণ করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে মিরাজুল ইসলাম উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ আচরণ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিরাজুল ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না সে ব্যাপারে লিখিত জবাব দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমআই মারুফ এর আগেও বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও মারামারিসহ নানা অপরাধে জড়িত ছিল বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
ঢাকা, ১০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস