আহছানউল্লা ইনস্টিটিউটে পহেলা বৈশাখ উদযাপন
Published: 2019-04-19 03:22:00 BdST, Updated: 2021-01-16 20:07:15 BdST

লাইভ প্রতিবেদকঃ আহছানউল্লা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এন্ড ভকেশনাল এডুকেশন এন্ড এন্ড ট্রেইনিং (এআইটিভেট) এর উদ্যোগে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
এআইটিভেটের আর্কিটেকচার,ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীরা এই আয়োজন করে।
তিনটি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখের তৎপর্য তুলে ধরেন ।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক শামীমা আক্তর খান রুমা ও এআইটিভেটের শাখা ছাত্রলীগ সভাপতি হৃদয় সহ অন্যরা ।
সব শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়। এতে গান পরিবেশন করেন শোভন ।
ঢাকা, ১৭ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি