পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ, পুলিশী অ্যাকশন
Published: 2019-01-13 22:00:36 BdST, Updated: 2019-02-22 07:04:45 BdST

লাইভ প্রতিবেদক: আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। টানা সপ্তম দিনের মতো তারা এই বিক্ষোভ করে। সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানার তৈরি পোশাক শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে কার্ড পাঞ্চ করে বের হয়ে যায়।
পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
এসময় পুলিশ সদস্যরা শ্রমিকদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা, ১৩ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি