চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি আবেদন স্থগিত
Published: 2021-04-04 18:01:51 BdST, Updated: 2021-04-15 19:52:41 BdST

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
রবিবার (০৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এছাড়াও বিষয়টি ক্যাম্পাসলাইভ২৪কে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিনস কমিটির ১১তম সভার (জরুরি) সিদ্ধান্ত মোতাবেক ভর্তি আবেদন প্রক্রিয়া স্থগিত করা হল। দ্রুততম সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে।
ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, করোনার কারণে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। সরকারিভাবেও লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই আমরা আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। তবে কবে শুরু হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হওয়ার কথা ছিলো।
ঢাকা, ০৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজে//এমজেড