শাবিপ্রবি রোল মডেল যে কারণে
Published: 2021-01-20 00:45:16 BdST, Updated: 2021-03-08 05:31:38 BdST
শাবিপ্রবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'বর্তমানে শাবিপ্রবি সুশাসন, শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অন্যতম রোল মডেল। ইতোমধ্যে গবেষণার মানের দিক থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে আমরা দেশসেরা'।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শিক্ষকদের গুণগত মান বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আইকিউএসির সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এর ফলে অর্থনীতি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিসি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বমানের করে গড়ে তুলতে গুণগত শিক্ষা, গবেষণা ও মানসম্পন্ন অবকাঠামো গঠনে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এখন শুধু প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।' এ জন্যে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী সকলকেই এগিয়ে আসতে হবে।
ঢাকা, ১৯ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআইটি